এই চালচিত্র জুড়ে সবকিছু স্থাণু নয়
দ্যাখো কেমন তরঙ্গায়িত অমল বাতাস
জীবনআয়নায় ছুটন্ত আরবি ঘোড়া
দুবাহু ছড়িয়ে ছুটে চলা উদ্দাম সময়
ঘুর্ণায়মান পৃথিবী, এমনকি
দুরন্ত আভাসের স্রোতে ভাসে চলমান জীবন -

এও এক অব্যক্ত মোহ
                            জাল
পথিক পথ চিনে চলে যায়
পড়ে থাকে ধুলোমাখা পদচিহ্ন
পড়ে থাকে বিস্মরণের দলিল।
স্নৈহিক আমেজে রোদমাখা মেঘ চিকচিক করে

শুভ্রক বাদলের ঝর ঝর ঝরনায় স্নাত হয় মাটি
চালচিত্র জুড়ে হেসে উঠি আমি -