আশ্বিন, ফাগুন থাকতেও 
      তুমি শুধু শ্রাবণই দিয়েছ আমায় 
এত সব বৈচিত্র্যে ভরা ঋতু 
      কত কত গন্ধ, ফুলে ফলে ভরা 
      কত কত রংবাহার !
পৃথিবী সেজে সেজে ওঠে 
      আনন্দে মাতোয়ারা হয় 
পাখিরাও কলকাকলিতে মুখর হয়। 
অথচ তুমি বেছে বেছে 
  শুধু শ্রাবণই উপহার দিলে -

তাই ঠিক করেছি তোমাকে এবার 
           সমুদ্র উপহার দেব 
বৈশাখের খরতাপের জন্য ব্যাকুল হলেও 
তোমাকে ভাসতে হবে যোজন বিস্তৃত জলে।