ব্যাকুল করা সেসব সময়, যেন জোনাকির রাত
ইতস্ততঃ মেঘের আঁচলে পিছলে আসছে অভিমান
ক্রমশ বিস্তৃত কল্লোলে ভেসে যাচ্ছে ঝড়ের ডাক ভায়োলিনের অলৌকিক দুনিয়ায়
বুনে দিচ্ছি ডুবো ডুবো মহুয়া গন্ধ
প্লট বদলে বদলে হিসেবি হয়ে ওঠা
মুহূর্তে মুহূর্তে গল্প লিখি পরশপাথর আর নুড়ির
এক্কাদোক্কা খেলাঘরে গেলেই বুঝি
অক্ষর বিহীন ঘুমের ভেতর হিসেবের দৈর্ঘ্য কমে না
কুয়াশা সরিয়ে সরিয়ে মুছে রাখি আগুনের হল্কা
ক্লান্ত অঘ্রাণের চাদরে জড়ো হয় আলো আঁধারের ঘ্রাণ
শুকিয়ে যাওয়া রঙে ঝাপসা হয়ে ওঠে দৃষ্টি
সে দ্রবণেও ডুবিয়ে দিই পেন্ডুলামের সুতো
মেঘ হয়ে টুকরো টুকরো অভিমান ঘুমিয়ে পড়ে
পথ হারানোর ভয়ে।