রোদ ফিরে গেছে
এখন গোধূলি ।
ঘুরে দেখি অতিক্রান্ত রাস্তায় এখন
কোনো ছায়াও নেই।
বারান্দার নৈঋতে বেড়ে ওঠা ফুলগাছটিও জানে
কোনও মনখারাপের ঢেউ নেই, বিষাদও নেই
শুষ্ক উপত্যকায় হিমগন্ধের বরফবিলাসে
দিব্যি জেগে আছে আমার চাঁদ - মেঘের জীবন।
শব্দবন্ধের ভারী পাতাবাহারের সাথে সাথে
অতিক্রান্ত পথে ফেলে এসেছি চেনা ছন্দবন্ধের কিছু কবিতাও ।
তাদের স্মৃতি হয়ত রয়ে যাবে
যা কখনও ফেলে আসা যায় না
হয়ত অলিখিত শোক কিংবা সুখ
ঠিক মনেও নেই গভীরে বিষ কি সুধা
এতদূর এসে এই যে এত বিহ্বলতা
এই যে টানাপোড়েনে জ্বলে যাওয়া
সে কি ঘৃণা নাকি শুশ্রূষা
জানার কোনও রাস্তাও আর বাকি নেই
শূন্য রাস্তায় পিছু ফিরে দেখি
রোদ ফিরে গেছে বহুক্ষণ
আবছায়া কুয়াশার স্তর ধীরে ধীরে
চলে আসছে আধ খাওয়া চাঁদের সাথে
সেই কত যুগ আগে যে শিশিরজন্ম হয়েছিল
এত পথ পেরিয়ে আবার তাকেই খোঁজা
নীরবে চলে যাব বলে।