নির্জনের অন্তহীন বিপুলতার সামনে দাঁড়ালে
নিজেকে যতটা ক্ষুদ্র মনে হয়
তার চেয়েও বেশি নিঃস্বতা অনুভব হয়
যেন অনন্ত শূন্যতা মেখে বসে আছি
শূন্যতা যতটা হাহাকার নিয়ে আসে
ততটাই মিশিয়ে দেয়
কান্নার প্রেম
স্বগোতোক্তি ছাড়া কোনও কিছু এখানে বৈধ নয়
তাই আমার শব্দে, সুরে
লিখে রাখি নৈঃশব্দ্যের ধারালিপি
পাছে নির্জনও আমায় ত্যাগ করে
ভয়ে ভয়ে জোৎস্না নয়
ভালোবাসি নির্জনের নিঃশেষিত আঁধারকেও
কিছু কিছু প্রাপ্তির আশায়
সাজিয়ে রাখি গুছিয়ে নিই
নিঃস্ব কিছু মুহূর্ত
একে আমার দুঃখ বোলো না
আনন্দ বোলো।