কবিতার মগজে {শব্দ + ভাবনার}র whole square
যদিও কবি সেসব ক্যালকুলেশনে যান না
পরন্তু তিনি ভাবিত শব্দ দিয়ে আঁকিত ছবির রেজুলেশন ঠিক কতটা উচ্চমানের তার পরিমাপে।
পাঠক-প্রদর্শনীতে ডিসপ্লে করার
পূর্ব পর্যন্ত edit আর save.
তার নামকরণে নিমন্ত্রিত কেউ না থাকলেও
জুতসই অর্থবহ না হলে মনে প্রশান্তি স্থায়ী হয় না।
মানুষের নামের মত অর্থহীন শব্দ অচল বলেই
হয়ত কবিতার আত্মবিশ্বাস এতটা উচ্চে আসীন।
সব ধনাত্মক যেমন হয় না তেমনই
কবিতার ঋণাত্মক পাল্লায় বসে থাকে তৃষ্ণা
যা কখনই মেটে না
তৃষ্ণার খিদে = {শব্দ + ভাবনা}র টু দি পাওয়ার ইনফিনিটি - এর লিখিত রূপ।