জলের অন্তরে কি কেউ থাকে
যে অনবরত হাতছানি দিয়ে ডাকে
যে ডাকে এক অমোঘ হাঁক থাকে
টান থাকে যাবার, জলের বাঁকে।

জলের অন্তরে যে ঢেউ
তার ব্যাথাতেও এক গভীরতা
যা বলে, বস্তুতঃ বুঝি না তো কেউ ।

জলের অন্তরে যে থাকে
ক্রমাগত তার ডাকে ডুবে ডুবে যাই
সাঁতার ভুলে এগিয়ে এগিয়ে যাই
যেন জলের বুকের কাছে ডাকে।

সাঁতারু কি জলের ডাক উপেক্ষা করতে পারে?