বাতাসে দুঃখ ভাসিয়েছি বলে নাকি বাতাস এত ভারি
আমার দুঃখ নিয়ে মেঘেরাও নাকি জলে ভরে ভরে থাকে।
তাই ভেবেছি এবার আনন্দ হলে
আমার উচ্ছল খুশি খুশি মুহূর্তগুলো
ভাগ করে নেব ওই মেঘেদের সাথেই
মেঘেরা উড়ে উড়ে দিগন্ত জুড়ে ছড়িয়ে দেবে আনন্দগান
সুরে সুরে বেজে উঠবে বাতাসের শব্দ
পাখিদের ডানায় খেলে যাবে আলোর বন্যা
পবিত্র নদীর বুকে তৃপ্তির ঢেউ
পৃথিবীর বুকে যেন শুনতে পাই শুধু হাসি
নির্মল আকাশ ঝরাবে পুণ্যতীর্থের মউ
সুখস্বপ্নে যেন বিভোর হয়ে থাকে আমার পৃথিবী।