ভুলে যাব ভেবে ভেবে
   বেশি করে ভাবি তোর মুখ
এ নেশায় নেশা বাড়ে
      তোর ভাবনাতেই উন্মুখ।

জানা নেই ঠিক কী কারণে
               হৃদয়ে এত ঢেউ
এ তৃষ্ণা যে মিটেও মেটে না
              বোঝে না যে কেউ।

ভুলে যাব ভাবলেই কী
      ভুলে যাওয়া যায় এমন
উন্মন, জানি না, তুই
   আমার অর্জন না বিসর্জন!