পৃথিবী অনেক বড় এক দেশ
বেঁচে থাকতে থাকতে টের পাই
ধীরে ধীরে তার বিশালতা
তার প্রকাণ্ডতা
অথচ সম্পূর্ণটা আমারই।
যে মাটিতে হাঁটু গেড়ে বসি
যে বাতাসে অহর্নিশ নিশ্বাস নিই
যার সাড়ে তিনহাত জমিতে
অধিকার রেখে যাবার স্পর্ধা দেখাই
সে মাটি জল বাতাস শুধু এক দেশের নাম লেখে
সেখানে ধর্ম নাম লেখে
জাতি সাহস দেখায়
কাঁটাতারে দুঃখ লেখা হয়
আমার পৃথিবী কাঁদে, গুমরে ওঠে
আবার লড়াই করে, প্রতিবাদে মুখর হয়
গর্জে ওঠে
বুঝি, টের পাই পৃথিবী অনেক বড় এক দেশ।