আজকাল বড় দিলদার হতে ইচ্ছে করে
মাঝে মাঝে একটা আস্ত পাহাড়ও লিখে দিই
নিজেকে বেশ একটা কেউকেটা মনে হয়
উড়তে উড়তে আকাশে উড়ি
বাতাসে ভাসি পাখির পালকে
নক্ষত্রের দেশে ঘুরে আসি অবলীলায়
তখন বেশ লাগে
এভাবেই দিলদার হয়ে উঠলে
বিনা পয়সায় বিকিয়ে দিই
নদী,
সমুদ্র
এমনকি আমার অতি প্রিয় শালিমার বাগও
বড় দিলদার হতে ইচ্ছে করে আজকাল