রোদের আলোটুকু জানে, সেই জাগিয়ে রাখে অনন্ত পৃথিবীর মায়াকে।
অসহ বিলাপ কাটিয়ে যে ওঠে, সে জানে জীবনকে
অনন্ত দূরত্ব রেখে দাও, খুঁজি, কিভাবে স্বপ্ন আসে
এখানে পরিপাটি সাজানো ঘরে এসে পড়ে নদী,
শিয়রে পাহাড় আর বাগানে মোহনা।
হুড়োহুড়ি করে এসে পড়ে একেবারে ঘরে
চরাচরের সমস্ত গল্প শুনতে শুনতে দেখি
আমাদের সব ঘরে ঘরে উপুড়ঝুপুর বিষাদস্রোত

কোথায় খুঁজব রোদের আলোটুকু ?