আজকাল আমার অবসরে
শুকনো পাতার মৃদুশব্দ শোনা গিয়েছে
আমি সেখানে লিখি বরষার গান
ঝরনার উচ্ছ্বল গল্প
শ্রাবণের সবুজাভ পেলবতা মেখে
শরতের আগমনী কথার সুর
মেঘমল্লারের গান শুনিয়ে খুঁজতে থাকি
সজীবতার অবশেষ।
ক্যালেন্ডারের পাতা দিনবদল করলে
উদ্বিগ্ন মুখে মুক্তির মিছিলে নাম লিখি
হয়ত পরিকল্পিত নয়
হয়ত অজানা সময়ে
তবু অনিবার্য ।