'ফিরে এসো' বললে যদি তোমার
অহংকার হয়
তবে এসো না
ফিরে এসো বললে যদি
নিজেকে দামী ভাবো
তাহলে বলব আমার পিয়ানোর সুর
তোমার জন্য নয়।
ফিরে এসো বললে যদি
আনুগত্য চাও
তাহলে এসো না,
জানব তুমি বন্ধু হবার
উপযুক্ত নও।
ফিরে এসো বলতে বলতে ক্লান্ত হলে
বুঝে নেব - যে রাস্তা দিয়ে চলে গেছ
ফিরে আসার জন্য
সে রাস্তা এখন আর নেই।
এখন যে স্বস্তির নিশ্বাস নেবার সময়
তাই আর এসো না।