গতকাল রাতের চৈতালি হাওয়া
আমায় নি:স্ব করে দিয়ে গেছে...
সারাদিন খাঁ খাঁ রোদ্দুর শেষে
মৃদুমন্দ বিক্ষিপ্ত বাতাস আমার সর্বাংগে
ক্ষনিক শান্তির পরশ বুলিয়ে
একেবেকে পালিয়ে গেলো...
এমন গাঢ় নি:স্বঙ্গ রাতে
আমি বারবার নদীর কাছে ফিরে গেছি...
মাতাল হাওয়ায় ভর করে-
শুষ্ক পাতার মতো
ঝরা পালকের মতো...
শুধু হাওয়ায় ভেসে ভেসে...
এমন হাওয়া কোথা হতে আসে
আমি কখনো বুঝতে পারিনা...
উত্তর- দক্ষিণ- পূর্ব- পশ্চিম
সব একাকার হয়ে যায়...
মাথার উপর স্ফীতকায় ঘোলাটে চাঁদ
চৈত্রের বিদায়ী রাতে
বিষন্নতার প্রতীক হয়ে ঝুলে থাকে...
তুমি তো জানো আমি বৈশাখে ভীত থাকি
নিনাদে সন্ত্রস্ত হই...
এই অলুক্ষনে কালবোশেখি
একদা আমায় এলোমেলো করে দিয়েছিল...
তবুও এই চাঁদ ডুবে যাবে
ঘুঘুডাকা ভোরে উঠবে রাঙা সূর্য
পাখির কলতানে জেগে উঠবে আঙ্গিনা
পত্রপল্লবে লেখা হবে নতুনের উপাখ্যান...
অন্তর্হিত হবে প্রকৃতি ও মনের অস্পৃশ্য অসুখ...
শুভ হোক সকলের তরে চৌদ্দশ' একুশ...