তোমাদের এই ইট-কাঠ-পাথর ঘেরা শহরে
পরজীবীদের জীবন আমার আর ভাল্লাগেনা
শরীরের দেয়াল ঘেঁষে বেড়ে ওঠা লতা-পাতা শ্যাওলা
শরীরের খাল-বিল চুইয়ে চুইয়ে নোনা জল
আমার আর ভাল্লাগেনা...
নিয়ন আলোর ঝলমলে মুখোশ
আর মসৃন পিচের মরীচিকা
এখানে সেখানে মানুষের দঙ্গল
রৌদ্রহীন বর্ষাহীন অসুস্থ সময়
আমার আর ভাল্লাগে না...
শহরের পরতে পরতে কড়া মেকাপ
বয়সের ভাঁজ লুকোনো মধ্যবয়স্ক রমনীদের মতো
অলিতে-গলিতে পসার খুলে বসা পতিতার মতো
সুখ-দুঃখের কেনা-বেচা
আমার আর ভাল্লাগেনা
আমার আর ভাল্লাগেনা...