[ আকাশগঞ্জে একদিন মুখোমুখি ‘সুর’ আর ‘স্বর’-এর ]

সুর: কি ভায়া স্বর…
      কি খবর?

স্বর: আরে এই তো,বইছি রে ভাই খেয়াল খুশি;
      তা দেখছি,তোর তো বিশাল কদর…
      খাচ্ছিস,দাচ্ছিস,গাইছিস,কামাচ্ছিস
      (জাস্ট্) হেব্বি ব্যাপার তোর…!

সুর: [ অপ্রস্তুতে পড়ে বলে ]
      কি যে বলিস যা তা! ফালতু যত্ত সব!
      খাটনি আছে,সাধনা আছে
      বুঝলে কিছু বস্…?

স্বর: আর খাটনি? আর সাধনা…
      বুঝলি রে সুর,বেকার শুধুই চিৎকার তোর
      তাও বেসুর…!

সুর: আবার বকছিস ভাট্?
      ‘বেসুর’-এর মধ্যেও আমি আছি
      একটু ভেবে দ্যাখ…

স্বর: সে না হয় বুঝলাম।
      কিন্তু আমি ছাড়া তো নিঃস্ব তুই,
      তাও কিসের অ্যাত্তো অহম্-বোধ?

সুর: আ..হা…!অহংকার কি আর সাধের?
      এটাই যে আমার এলেম!

স্বর: তাও না হয় মানলাম!
     কিন্তু আমি যদি বোবা হতাম?
     পারতিস কি ভাই অ্যাতো কপচাতে?

[ সুর চুপচাপ,উত্তর নেই তার হাতে ]

স্বর: সত্যি রে ভাই,বিশ্বাস কর…
     কোনো বিভেদ নেই তোর-আমার।
     দুজনেই দুজনার।
     তুই,আমার আর আমিও তোর…

সুর: ঠিকই বলেছিস রে ভাই…
      আমরা দুজনেই দুজনার;
      তুই ছাড়া আমি চুপ যেমন,
      তেমনি,আমাকে ছাড়াই বা তুই আর
      কার সাথে বলবি কথা?
      তার চেয়ে বরং চল্
      কোথাও বসে গলা সাধি দুজনা।
      ঝগড়া-বিবাদ আর নয়,
      এবার শুধু গানের প্রয়োজন…

[ ‘সুর’ আর ‘স্বর’ গলা জড়াজড়ি করে ‘গলা’-র পথ ধরে ধীরে ধীরে অদৃশ্য হয়ে যায়,গান গাইতে গাইতে…]