শুকনো পাতার শব্দ ওগো শোনো,
নীলচে আকাশ উদাস করা
মুখটা খানিক তোলো।
দূর পাহাড়ের আড়াল কোনে
একটু খানিক লুকাও।
অশান্ত ঐ সাগরটাকে
আপনা নিজের বানাও।
স্বাধীন মতো দুহাত বাড়াও
চোখটা খানিক বোজো।
কিসের হাসি কানে বাজে?
কিসের সুরের ধারা!
মনের ভেতর কেমন দেখো
জোয়ার-ভাটার খেলা।
লেখা: ২০১০_ মিরপুর, ঢাকা