এইরকম ঝড় অথবা বৃষ্টির মধ্যরাতে
যখন অমাবস্যা থাকে
অথবা ক্লান্ত ঘুমের রাতে
ঘড়ির কাটার টিকটিক শব্দ খুব অসহ্য,
হয়তো কখনো ভুল করে আলগা বেসিনের কলে
টুপ টুপ জলের শব্দ, পাশের বাড়ির বিচ্ছিরি ম্যুজিক
উফ! কি বিরক্তিকর..
সব একই মাঝরাতে
কিন্তু আর?
কীর্ষে ভেসে আসা রবিবারের ঘন্টা
সারারাত জেগে থাকার পর ভোরবেলা তবু
শান্ত ঘুম ভাঙায়
একটা চিঠির অপেক্ষায় থাকি "আউসল্যান্ডারবিহরে"
আহা!
অথচ, প্রেমিকের নির্বাক চোখে ভাষাই থাকে না!

#রোজনামচা

#ডিবুর্গ _৭ অক্টোবর,২০২০
সময়: রাত ৩:০৭ মিনিট