মেঘের অনেক উপরে সূর্য হাসছে
আর তারচেয়ে বেশি মাথার ভেতর কথা চলছে।
ভাবছি, একলা রাস্তার পথগুলোতে কেন ভয় করে না।
ভাবছি, এই এতো বকবক করে বলে ফেলা আমি কেন হাসছি?
মাঝেমাঝে তৎসম, তদ্ভব শব্দের জালেও কি আটকে গেছি?
কবে কোন একঘেয়ে রোজ সেকেলে ভোরের গন্ধে সাথি
অথবা এখনের এই সাদা মেঘের রাশি।
"তুমি", খুব অদ্ভুত একটা শব্দ। যেখানে মায়া আর অবহেলার সংযমে একটু শুধু ভদ্রতা।
আচ্ছা, থাকুক। এলোমেলো রহস্যের সমাধান আমি দেবো না।
যদি বাড়ে আক্ষেপে চেনা, যদি আরো বাড়ে ঘুমের দেনা...
আমি শান্ত ভাদুরে মুখোমুখি বসে থাকা মুখোশ, হাওয়াই মিঠাই। যা খুশি একটা ভেবে নিও।
ভ্রমর কইয়ো কারে, কিচ্ছু বোঝার নাই রে।
গ্রে রং যেমন কোনোদিন গেরুয়া রঙের নামে হয় না।
কিন্তু আমি একে দেখতে পাই, নীলচে গেরুয়া (গ্রে)।
শুধু আমি....।
-২২ জুন, ২০২৩
সময়: গোধূলি লগ্নে
স্থান: মধ্য আকাশে অথবা সাদা মেঘের অনেক উপরে।