এক ঝুম বর্ষায় কোন্ নদীতে ভেসে যাবো তাই ভাবছিলাম,
আজকে মনে মনে রাজহংসীর ডাঙায় ফেরা দেখি।

আমার ঘর বন্দী হবার আক্ষেপ নেই
প্রিয় মানুষের মুখ দেখে অনন্তকাল আমি বন্দী হতে পারি।

কিন্তু তাই বলে আর সকলে ধূসর আকাশে না ডুবুক!
এক ঝাঁক পাখির শব্দের সাথে সাথে অনেক দূরে একটুখানি নাহয় কলের ধোঁয়াও উড়ে যাক।
তবুও শান্ত পৃথিবী চলে উঠুক
আর ঝড়ের সাথে থেমে যাক হিংসুক যুদ্ধের দামামা।

এই প্রার্থনায় আমাদের আরেকটি নতুন ভোর হোক।

#ডিবুর্গ_৩০চৈত্র_১৪২৬