তুমি প্যাঁচা
গল্পেরা কতটা খিলখিলিয়ে হাসবে...
তুমি কিচ্ছু জানো না।
যেমন জানো না
আমাদের প্রথম গল্প উড়ে উড়ে চলে।

দেখো, এখন কত সংকট!
টিকে থাকবার, সারা পৃথিবীর বেঁচে থাকবারও
তুমি তো জানো, কি করে সব অ্যানালিটিক প্রশ্নগুলোর সরল উত্তর দিতে হয়

তাহলেও মেঘের গায়ে এমন অমাবস্যা দিয়ে যাবে!

ভেবো না মেঘেদের এতো কমজোড়ি!
মেঘেদের হারাবার ভয় থাকে না।
মেঘেদের বিলাসিতা তুমি, তোমরা

ধুর, তুমি কিচ্ছু জানো না।

মেঘেরা,
বৃষ্টি নেমে ফিরে আসে।
বারবার...।

লেখা: রাত ৮ টা, ২২ মে, ২০২০, ডিবুর্গ