কথা বলার ইচ্ছে নেই,
শঙ্খচিলের মন ভালো নেই।
মধুমতির তীর বেঁচে নেই
অচিন গাঁয়ের পথ চেনা নেই।
পূর্নিমাতেও বর্ষা থাকে,
বাতুলতায় বাচাল বাঁচে।
বকুল ফুলের পথিক হাসে
আর পাগলের ভাষা শেখে।
রাজহংসী ভেসেই চলে,
হংসরাজা রান্না করে।
ঝড়ের দিনে কাকের বাসা
তুলো আর ব্যাঙের ছাতা
খুঁজে দেখো ভেঙে গেছে,
কে আমি? সব ভুলেই গেছে !
#৩০_এপ্রিল_২০১৮!
সময়: রাত ১২টা ৩০!