তোমরা কেউ আমায় আকাশ দেখাতে পারো?
যেখানে রাঙা সূর্য অস্ত গেছে-

তোমরা আমায় সবুজ দেখাবে?
যেখানে ছোট্ট গুল্মের জন্ম হয়েছে-

তোমরা আমায় পাহাড় দেখাবে?
যেখানে উত্তাল ঢেউ বয়ে চলে-

আমি তার মাঝে জন্ম নেব।
আমি বাঁচব শিশিরের মত স্বচ্ছ হয়ে।
আমি উড়বো প্রজাপতি ডানায়।

আমায় কি কেউ নেবে পৃথিবীর সেই রূপের মাঝে?

লেখা: ১০/১০/২০০৮, ঢাকা


Einglish Version:

"New Awakening"

Beneath a sky of crimson hue,
Where sun has kissed the world adieu,
I seek the green, where life is born,
A tiny bush, a verdant morn.
I’ll climb the mountains, wild and free,
Where stormy waves dance merrily,
And there I’ll be, a dew-kissed soul,
A butterfly, unbound and whole.
But will this world, so marred and torn,
Embrace a spirit newly born?

Written: 15.10.2024, Germany