লেখা: ২৭ নভেম্বর, ২০১৭
সময়: রাত বারোটা।
"কোন এক একলা দুপুরে যখন অনেক খানি বুড়ো হয়ে যাবো
তখন শুধু আকাশের ছবি আঁকবো।
লাল-নীল আকাশ, সাদা-কালো আকাশ আর আমার মনের আকাশ।
আর, ফেলে আসা কিশোরী বয়সে কোন ফিরিয়ে দেয়া ব্যর্থ প্রেমিকের মুখের আকাশ।
বর্ণচোরা ভালোবাসায় যে আকাশের কোন স্পর্ধা ছিলো না!
ধর্মের আবাদে যে প্রেমের কোন স্বীকৃতি ছিলো না।
একটু একটু করে যে খোলা জানালায় ভারী পর্দা জমেছিলো
একটানে সেই নিষ্প্রাণ ঝেড়ে বেহিসেবি হিসেব মেলাবো।
রং তুলির কাজ ততোদিনে ঠিক শিখে নিবো
ছেঁকে ফেলা জীবনের দ্বারপ্রান্তে অনেকখানি বড় হয়ে যাবো
মুখোশের মুখে শুধু না মুখোশের ক্যালকুলেটর আঁকবো।"