কে বলে তারে আমি খুঁজে মরি,
কৃষ্ণপক্ষ যে বেলা ভেঙে যায়
সেই পথ অচেনা তো নয়
তারপর,
কারে কয় বিচ্ছেদের ভয়!
আমি যার আশায় থাকি
সে জানে,
আকাশের ধুলো কতদূর ঝড়ে।
অপেক্ষা শুধু যোগ-বিয়োগ।
তারপর,
স্বপ্ন বিপ্লব আর কবে হয়!
পরকাল আসে পথের ধারে
যত নিয়ম সংকটে হয়,
রান্নাঘরের হাড়ির তলার
পোড়া গন্ধে ছন্দ টানে
তারপর,
শুধু বুদ্ধদেব বসুর প্রেমের কবিতা।
সময়: ২৮ মে, ২০২১
স্থান: রশডর্ফ