শুভ্র সফেন দেশে মেঘে মেঘ জুড়ি,
কাল ছড়ার গানে ব্যাথা মুখ খুঁজি!
সুগন্ধি মাছি নিশি, ভালোবাসা খুঁজি মিছি,
থাক চাপা বিকেলের আর সে পুঁথি।
যার খোঁজে প্রাণ-শ্বাস আহারে জাগি
বরফের সীমান্তে আমি কি সাথি!
অজানা মাহাকাল, রঙের শেকল
সঘন ঘন বনে, ভালোবাসা রসাতল।
পলাশের বনে ক্যান চোখ মুদে হাসি,
আহারে পলানের, বেহুলা কাশী!
দ্বন্দ্ব ভাঙা উইন্টারে, ছন্দ জাগা প্রাণ
বৃশ্চিকের স্বপ্নে কাঁদে, ১০০ ঢালের মান।
-১৬ জানুয়ারি, ২০২২
#রশডর্ফ