মনকেমনের রাতগুলো আজ, একলা ঘরে বন্দী
নিয়ন আলোয় শহর জুড়ে, রাত কাটানোর ফন্দি।
হলদে আলোয়, বৃষ্টিভেজা, শহরতলির গন্ধে
আজও মন মেতে ওঠে, কোন সে লাজুক ছন্দে।
আলোর মুখে তোমার শহর, জলের বুকে ঘর আমার
অপেক্ষারই প্রহর গোনা, আমার রাজ্যে সন্ধ্যে নামার।
রেলিংগুলো কেমন যেনো, বোবার মতো শুয়ে থাকে,
ছায়া গুলো তখন ঠিক, ব্যস্ত হাজার কাজের ফাঁকে।
দিন শেষের ওই আস্ফালনে, ক্লান্ত ঘামে শরীর ভেজে,
ব্রিজের ওপর আলোর বুনন, বৃষ্টিদিনে ওঠে সেজে।
কোলাহলের ভিড়ের মাঝে একলা যখন গঙ্গা পাড়ে,
শরীর জুড়ে ঠান্ডা হাওয়া, চোখটি বোজে অন্ধকারে।
রাতের শোভায় শহর যখন, নিদ্রাচলে আপন ভোলা
ভিক্টোরিয়া সেই সময়ই নিয়ে চলে স্বপ্ন ঝোলা।
একলা শহর, একলা আমি, ছায়া কেবল সঙ্গী যখন
আলোর কাজে সুতোর বুনন, রূপবতীর অংশ তখন।
চেনা শহরের অচেনা গলি, খুঁজতে গিয়েও ব্যর্থ আমি
নিদ্রাহীন ওই চোখ দুটো, রক্ত রঙে ভীষণ দামী।
জং ধরা ট্রাম, পথ ভোলা আজ, খেয়াল খুশি আনমনা,
ভালোবাসায় সে পূর্ণ ছিল, ছিল যত্নে গড়া কল্পনা।
নিকষ কালো গভীর রাতে, যায়নি যখন বাড়ি ফিরে,
হাজার কথন ঘুরে ফিরে হৃদয়টাকে চূর্ণ করে।
অসময়ের আগন্তুক হঠাৎ করেই ঘুমো-ঘোরে,
নোনা জলের অশ্রুধারায়, হারিয়ে যায় তেপান্তরে।
কলমে ~ মৌপিয়া জানা