কল্পলোকের কল্পলতা.......
ধূলিকণাময় ধরণীতে,
নেহারি নত-নেত্রে নিরুপমার নুপুরের নিক্বণ,
মম মনে মুগ্ধতা; মোহিত মর্ত-মরীচিকায়!
কুহেলিকাময় কাননেও কাঞ্চনময় কন্যারই কাঁকন,
বন্ধ বপুর-ও বচন বান্ধবীরই বর্ণের ব্যঞ্জনায়।
সুহাসিনীর সর্বদা স্মিতহাস্য সত্যি সাধারণ;
ব্যর্থ বলতে বনলতার বন্দনা বর্ণের বর্ণনায়!
অন্তরার অজস্রতা অবিনশ্বর, অন্তরেই অঙ্কন—
সখীই সুন্দরতম সুর, সখীর সুরই সবচেয়ে সুধাময়।
প্রিয়তমার প্রেরণাতে,
ব্যাকুল বহিতে বলিষ্ঠ বাণীতে বিদ্রোহীর বচন।
লীন ললাটে লড়ে লভিলে লাঞ্ছনা লজ্জার লগন?
পাঠালে প্রভু প্রেয়সীরে পাশে পরিণামে পরিহাসে,
শর্তে, শমন-ভবনে শোণিত শব শাশ্বত শ্বাসে।
আরশে আজীমের আলীমে আমার আকুল আবেদন।।