চোখের কোনায় জল এলো না।
কেন?হঠাৎ কি বা হলো?
এমন রুগ্ন,শুষ্ক, এলোথেলো
মুখের মাঝে চোখ দুখানি
স্বচ্ছ-স্ফটিক পাথর হলো।
এতো গভীর দুঃখ,শোকেও মন গলে না?
চোখের কোনায় একটি বিন্দু জল এলো না!
একদিন এই চোখের ভিতর
নিবিড় ছিল নীল সমুদ্র।
ইচ্ছে মতো রৌদ্র -ছায়া
চোখের কোনায় খেলে যেত।
গভীর আবেগ,অনুভূতি
চোখের আলোয় ধরা দিতো---
আলতো ব্যথা,অভিমানে
মুক্তো বিন্দু টলমলাতো।
একটু মিছে ভালোবাসায়
হীরের খনি ঝলমলাতো।
স্বপ্ন ছিল টিকে থাকার---
ঝরতো আগুন প্রতিবাদের
দু চোখ হতে।
আজকে শুধু দূরের পানে---
উদাস দু চোখ অন্যমনে
তাকিয়ে থাকে দীর্ঘশ্বাসে।
সব মোহেরই মুক্তি দিলো
এই পৃথিবীর মন্দ-ভালোই
কি যায়-আসে!
চোখের তলায় থমথমে রাত
দাঁড়িয়ে আছে---
তাই কি চোখে ঘুম আসে না!
চোখে কেন জল আসে না?