দৃষ্টির অন্তরালবর্তী অস্পৃশ্য আবেগের স্রোত এসে
এলোমেলো করে দেয়,নাড়িয়ে দেয় মনের পাতা
সোনালী রোদ এসে মেলে দেয় পাখা
উষ্ণতার ওম মেখে ডানা মেলে হলুদ প্রজাপতি
একাকীত্বের বিষাদ জ্বালা থেকে বেরিয়ে আসে মন
খুঁজে নেয় কিছু খড়কুটো বেছে নেয় রঙিন প্যালেট
সবুজ ঘাসের ডগায় তখন শিশিরের ফোঁটা
আকাশ কুসুম নয় মননে তখন সৃষ্টির মন্ত্র বানী
আকাশ জুড়ে তখন পূর্ণ চাঁদের জোৎস্না খনি।
সৃষ্টি সুখে @ মৌমিতা পাল