কোন শোক নয় , নয় কোন হতাশ্বাস
আমি জীবন ভর দেখেছি বাউল বাতাস
যেকোন আলোকমালা নিভে গেছে
সময়ের ব্যবধানে, আঁধার এসেছে সেখানে
তবুও আমি তার দিকে চেয়ে থেকেছি
শুধুমাত্র ঘটনা পারম্পরিক কার্যক্রমে
ঝড় এসে নিভিয়েছে দেউল জুড়ে জ্বালানো দীপ
আমি আঁধার মাঝে বসেও শুনেছি বাঁশির সুর
কোন শোক কোন হতাশ্বাস তো চিরন্তন নয়!
সবকিছু শেষে থাকে শুধু জীবনের জয়গান
থাকে শুধু অনতিক্রম্য পথ চলা
কুয়াশার চাদরে ঢেকে গেছে পথ
তবুও ক্লান্ত পথিক খুঁজে ফেরে পথের দিশা
সমুদ্রের ঢেউ এসে বারবার মুছে দেয়
বালির বুকে আঁকা পথিকের আবেগ নিশানা
তবুও সবকিছু ভুলে পথিক রচে তার স্বপ্ন - রচনা।
স্বপ্ন-রচনা @ মৌমিতা পাল