পরিনতি
মৌমিতা পাল

বহুকাল  ধরে আগ্নেয়গিরিটা ছিল পরিত্যক্ত হয়ে  
নির্জন এক প্রান্তরে পড়ে  ।
গলিত লাভা জমে পরিণত হয়েছিল পাথরের  স্তুপে,
চারপাশে বিস্তার লাভ করেছিল
বহু আগাছা বহু কন্টকের দল ।
কেউ ঘুণাক্ষরেও ভাবতে পারেনি
কোনোদিন ঘটতে পারে আগ্নেয়গিরির  উদ্গীরণ,
হঠাৎ একদিন ঘটল সেই মহারণ ।
জেগে  উঠল আগ্নেয়গিরি তার পূর্ণ স্বত্ত্বা নিয়ে,
গলিত লাভা জ্বলন্ত হয়ে  পোড়াতে লাগল চারপাশ
প্রাণীদের  চিৎকারে হাহাকারে ভরে গেল আকাশ বাতাস ।
কিন্তু নিয়তির নির্মম পরিহাস !
বিধাতার অভিশাপে আগ্নেয়গিরি হয়ে  গেল
পুনরায় নিভন্ত পরিত্যক্ত সুপ্ত ঘুমন্ত ।
নিয়তির অঙ্গুলিহেলনে এমন ঘটনা ঘটে ,
মানবজীবনেও তার বারবার  দেখা মেলে  ।
মানবকুলের আশা আকাঙ্ক্ষা যত বেড়ে  যায়
নিয়তি তার অঙ্গুলিহেলনে সবকিছু  শেষ করে দেয় ।
কত ব্যথা কত আঘাত পেয়ে কেউ কেউ
চিরতরে নীরব হয়ে  যায় ।
এ জগতে হায় ! কত ফুল প্রস্ফুটিত হয়েও
ঝরে যায় একান্তে নীরবে,কে তার হিসাব রাখে !
যে ফুল পায় কদর ,দেবতার  পায়ে পায় স্থান
শুধু সেই ফুল সকলে মনে রাখে ,
বাকি সব পড়ে  থাকে অনাদরে অবহেলে ।