কবিতা —প্রলেপ
মৌমিতা পাল
যেটুকু আমার ছিল
আজো তা আমার আছে !
হয়ত কালের স্রোত ভাসিয়ে নিয়েছে
আবেগের আতিশয্য ।
হয়ত সমুদ্রের ঢেউ রূপী আবেগ আজ
শান্ত স্থিমিত ক্লান্ত ।
বেদনায় জর্জরিত ।
তবু হৃদয়ের কোনায় কোনায়
আজো বাজে বিঠোফেনের সুর ।
খরদগ্ধ হৃদয়ের আর্ত বেদনা হয়না দূর ।
পুরনো সব স্মৃতিগুলো
জমে আছে পাথর চাপা হয়ে
একটু আবেগের উত্তাপে
হয়তো তা হতে পারে জ্যান্ত ভিসুভিয়াস।
অপূর্ণ সেই ইচ্ছেগুলো আজো আছে
হৃদয়ের অভ্যন্তরীণ গুহায়
চাঁদের জ্যোত্স্না আজো মনের কোনায়
রূপোলী রঙ ধরায় ।
মধ্যরাতে এক অজানা কারনে
বিষাদের সৃষ্টি হয়
চোখের জলের ছোঁয়ায়
আধখানা বালিশ ভিজে যায়।
নিস্তব্ধ রাত ,মায়াবী জ্যোত্স্না
সবকিছু বড় রোমান্টিকতাময়।
মাঝে থেকে যায়
একাকী এ হৃদয়
অব্যক্ত যন্ত্রণায়।
তবুও তার মাঝে সৃষ্টি হয়ে যায়
শিল্পের কারুকার্য ,কবিতার ভাষা ।
দিকশূন্য চরাচর এক দিশা খুঁজে পায়
বুকের গহিনের বিষাদ একটু প্রলেপ পায়।