কবিতা — ময়নার মা
মৌমিতা পাল
‘পূজোর আর বেশিদিন নেই মা
আমার কি নতুন জামা হবে না !’
ময়না নামে ছোট্ট মেয়েটির প্রশ্নের উত্তর
ময়নার মা দিতে পারে না ।
নির্বাক হয়ে শুধু চোখের জল ফেলে ।
সাত বছরের ছোট্ট মেয়েটি
তখনও তোতা পাখির মত বলে চলে
“ রূপা ,শ্যামা,রীতা সবার জামা
কেনা হয়ে গেছে মা
শুধু আমার এখনও কেনা হল না
রূপা বলেছে,এরপর নাকি দোকানে
আর জামা থাকবে না !
কবে আমার জামা কিনে দেবে মা !
বল না মা !বল না !
একটা লাল টুকটুকে নতুন জামা
সাথে নতুন জুতো একজোড়া
আর কাঁচের চুড়ি টিপের পাতা । ”
ময়নার মায়ের চোখের জল
তখন আর বাঁধ মানে না ।
কি উত্তর দেবে ময়নার মা বোঝে না।
ময়নার বাবা আজ দুই বছর হল
কঠিন রোগে শয্যাশায়ী ।
চার বাড়ি হাড়ভাঙা খাটুনি খেটেও
সংসারে অভাবের নিত্য তাড়না ।
তবুও ময়নার মা চেষ্টার ত্রুটি রাখেনা ।
সেদিন বাবুদের বাড়ি কাজে গিয়ে
বলেই ফেলে ময়নার মা
এবারের পূজো বোনাসটা
একটু আগেই দিয়ে দাওনা মা!
ছোট্ট মেয়েটার জামা কিনব আজ
মেয়ে যে আর থামতে পারেনা।
অনেক কটু কথা শোনানোর পরেও
মনিব গিন্নিমা যখন টাকাটা
অবহেলা ভরে ছুঁড়ে ফেলে দেন
ময়নার মা আর দেরী করে না।
কাজ সেরে বাড়ি ফেরার পথে কিনেই ফেলে
লাল টুকটুকে একটি জামা ।
সেই জামা হাতে পেয়ে ময়নার
আনন্দের সীমা থাকে না ।
ঘুরিয়ে ফিরিয়ে সে দেখে চলে
সেই জামাটিকে বারবার ।
ছোট্ট মেয়েটির আনন্দের রেশ
মায়ের হৃদয় হতে দূর করে বহু ক্লেশ ।
শত কষ্ট শত যন্ত্রণা দূর হয়
সন্তানের হাসিমাখা মুখ দেখে
ময়নার মা জোর ফিরে পায়
হৃদয়ের অভ্যন্তর থেকে ।
এই জগতে আছে কত শত ময়নার মা
নিয়তির নির্মম পীড়া সয়েও
তারা দমতে জানে না
তারা সত্যিই অপরাজিতা ।