পরিক্রমা
মৌমিতা পাল

বহুদিন  ধরে বহুকাল ধরে করছি পরিক্রমা
সময়ের  স্রোতে  নিজ জীবনপথে
কখনত্ত সেখানে মরুভূমির  ধূসরতা
কখনত্ত নির্ঝর কল্লোলিনী ঝরনা ।
দিন আসে দিন যায়
রাতের  পর রাত ,
সময় কে পিছে ফেলে  সময় এগিয়ে যায়
জীবনের  নানা দিক এসে ধরা দেয় ,
শৈশব কৈশোর কেটে  গেল জীবনের  
কত ঘটনার সাক্ষী থেকে গেল এই মন
আজ যৌবনের মধ্যপ্রান্তে দাঁড়িয়ে  
দেখছি জীবনের  কত জটিলতা ।
শৈশব কৈশোর বাল্য কালে যেসব ছিল
শুধুই  কল্পনা শুধুই  অধরা
আজ যৌবনের চোখে  সেইসব
হয়ে  যায় শুধুই  বাস্তবতা ।
কল্পনার রঙ আজ ফিকে ধূসর
বাস্তবতার কঠিনতা আজ পদে পদে
তবুও এই মন চায় কল্পনার রঙে রাঙা হতে
বাস্তব কে জয় করে কল্পনায় ভাসতে  ।
জীবনের  কঠিনতায় মাঝে মাঝে
পথ হারিয়ে  ফেলি
বিষন্নতায় নিজেকে  ঢেকে  
উত্তরণের পথ খুঁজি।
তবুও এই জীবন বড় মধুময়
পথের  মাঝেই মেলে পথের  পরিচয়
পথে নেমেই পথ চলতে  শিখি
যত দুঃখ বিষন্নতা পরাজয়ের গ্লানি
পথেই দূর করে ফেলে
আবার নতুন ভাবে বাঁচতে শিখি।
জীবনের  এই হল পথ পরিক্রমা
পুরনো জীর্ণ  যত দুঃখ ভুলে গিয়ে
নতুন আশায় নতুন করে বাঁচতে শেখা ।