ওই মেয়ে
মৌমিতা পাল
ওই মেয়ে , তুই বুঝি দু:খ পাস !
সবার অগোচরে লুকিয়ে ফেলিস
হঠাৎ করেই দীর্ঘশ্বাস !
জানলার রেলিং ধরে
দাঁড়িয়ে থাকিস!
হঠাৎ করেই আকাশ দেখে
মনকে হারাস !
ওই মেয়ে তুই বুঝি খুব দু:খ পাস !
এখনও কেন তুই এত অবাক্ হোস
বিশ্বাসের বদলে অবিশ্বাস এর
বেইমান এর ,কৃতঘ্নতার রূপ দেখে
মুখের আড়ালে মুখোশ এর রূপ দেখে
নিজের মনেই কষ্ট পাস !
ভুলে যারে মেয়ে তুই
তোর সাধ করে কষ্ট পাওয়া
দূর কর তোর দু:খ বিলাস !
জগৎ বড়ই কঠিন কাঁটায় ঘেরা
তোর মনকেও কর তুই পাষাণ ।
ওরে মেয়ে তুই দেখ তাকিয়ে
ওই যে দূরে ,গ্রীষ্মকালে
কাঠফাটা রোদ্দুরেতে
কি কঠিন কষ্ট করে
চাষী ভাই চাষ করে ।
দুনিয়ার শ্রমিক যত
মাথার ঘাম পায়ে ফেলে
জীবন টারে ভরিয়ে তোলে ।
সেই মায়ের কথা ভেবে দেখ
যার ছেলেটা চাপা পড়ে
উড়ালপুলের তলায় হল শেষ ।
সেই বেকার ছেলের কথা একবার
ভেবেই দেখ একটুক্ষন
চাকরীর আশায় যে ঘোরে
দরজা থেকে দরজায় আমরন ।
তোর দু:খ কি তাদের থেকেও
বেশি দামী ! বেশি কষ্টদায়ী !
তাহলে ভাব সেই ধর্ষিতা মেয়েটির কথা
যার বুকের ভেতরে পুড়ছে আগুন
শরীরে যার দগদগে ঘা
তবুও বেঁচে আছে সে
বেঁচে থাকতে হয় বলেই ।
তোর মনটাকেও তুই বাঁচার মতই
বাঁচতে শেখা
কঠিন জগতের নিয়ম মেনেই
সবকিছুকে মানতে শেখা ।
দু:খ ভুলে বাস্তব এর পথে
হাঁটতে শেখা ।