মঙ্গল দীপ জ্বালো
বৃষ্টি ঝরা দিনের শেষে ঘনিয়ে এলো রাত
আকাশ ভরা তারার নীচে জোনাক ঝিকিমিকি
মনের মাঝে যতেক কথার কাব্যি বাঁধে নয়ানজুলি
আকাশের চাঁদ আকাশেই থাকে হোক না সে ম্রিয়মাণ
কেউ চোখের তারায় স্বপ্ন বাঁধে কেউ বা বাঁধে চোখে ঠুলি
কাহারবা নয় দাদরা বাজাও সাহস জোগান বিলাসী বাবু
নয়ানজুলি হাসতে থাকে ভাসতে থাকে
প্রদীপ জ্বালতে শেখেনি সে
ঘর পুড়েছে কবেই
তবুও চাঁদের পানে চেয়ে চেয়ে সে বৃষ্টি তে ভেজে
মনের মাঝে আঁধার যত নয়ানজুলির ছিল
গভীর রাতে স্বপ্ন দেখে চাঁদ এসে ধুয়ে দিয়ে গেল
ভালো থাকুক নয়ানজুলি ভালো থাকুক কলঙ্ক বিহীন চাঁদ
আজ গৃহস্থ মঙ্গলদীপ জ্বেলে দেবে
যখন ঘনিয়ে আসবে সাঁঝ।
@ মৌমিতা পাল