মন
মৌমিতা পাল
মন রে আমার কেন করিস খেলা
বারবার হৃদয়ে লাগে যে দোলা
মনের কথা শুনতে যাই
গহিন অরন্যে পথ যে হারাই ।
মন তুই বড্ড এলোমেলো
কখনত্ত ঝড়ের মত
করিস সব অগোছালো ।
দুরন্ত বেগে উড়িয়ে নিয়ে
সবকিছুকে করিস ভস্মীভূত ।
আবার কখনত্ত তুই বড়োই শান্ত
সজল দিঘির মত
নির্বাক নিস্পন্দ ।
তখন তোর জন্য জন্ম নেয়
সৃষ্টির সম্ভার ।
মন তুই যারে চাস
সে যদি না দেয় ধরা
তখন তুই কালনাগিনী !
আবার যদি সে দেয় ধরা
তোর কাছে আসতে চায়
তখন তুই উদাসীন !
বাউল মন গহিন ।
মন তোর লাগি যত
ঘটনার ঘনঘটা
চিরদিন তোর মাঝে
কত রূপের বর্নচ্ছটা ।