কবিতা — আঘাত
মৌমিতা পাল
হয়ত কিছু কথা বলার ছিল
কিছু কথা বোঝার ও ছিল ।
না বলা কথাগুলো না বলাই রয়ে গেল
বোঝার কথা গুলোও বোঝা হল না ।
পৃথিবীর ইতিহাসে নীরব সাক্ষী থাকল
সেই না বলা ,না বোঝা কথা গুলো ।
অনুভূতি যখন অতলান্ত গভীরে তলিয়ে যায়
গভীর বেদনাও নির্বাক হয়ে যায়।
রক্ত ঝরা হাহাকার করা হৃদয় মন
কেবল অন্ধকারের অতলে তলিয়ে যায়।
চাওয়া পাওয়ার হিসাব করা বিষয়ী মন
শুধু আঘাতে আঘাতে জর্জরিত আমরন।
আঘাতের পর আঘাত এলে
হৃদয়ের বেদনার জ্বালা
চাঁদের জ্যোৎস্নাকেও ম্লান করে ফেলে ।
আধুনিকতার যান্ত্রিকতায় নিস্পেষিত
আবেগময় হৃদয় মন ছটফট করে
অলীক কল্পনা কে আঁকড়ে ধরতে চেয়ে
বিদ্ধ হয়ে যায় অবহেলা আর আঘাতের কাঁটাজালে ।
তবু বড় আশাময় এ হৃদয় মন
করতে পারে না জয় প্রলোভন ।
সত্যেরে পিছে ফেলে মিথ্যেরে দেখে
কঠিন আঘাত পায় কল্পনা সরে গেলে।
নিয়তির বাস্তবতার আঘাতের জ্বালে
ছটফট করে মানবসকল দিকে দিকে কালে কালে ।