শরতের মেঘের ,সুন্দর করে সাজিয়ে নিয়ে সব দেশ, এসেছি আনন্দ, মেতেছে সবাই, ঘিরেছে মনে আবেশ।দূরে দূরে বাজে সানাই এর সুর ,
মন হয়ে ওঠে সবে ভরপুর।
নেই কোন কাজে মন ,
চলে শুধু উৎসবের দল ।
রাস্তার ধারে কাশফুলের সারি,
জাগিয়ে তোলে যত ছিল অভিমানী ।
দূরে দূরে ডাকি বোল তুলে তুলে ,
ছন্দে মাতিয়ে চলছে দুলে-দুলে।
হেথায় গন্ধ শিউলি ফুলের ,
ঘাসের ডগায় শিশির ঝরে ।
মেঘেদের দল ভেসে-ভেসে ঘুরে ,
নীল আভাদের চারিদিকে দোল তুলে ।
ঘনঘন বাজে কাকনের চুরি ,
সবাই সেজেছে নতুন বসন পড়ি ,
প্রকৃতির রং রাঙিয়েছে চারিদিক।
মনোহারা হয়ে বসেছে বর্ষণ করে চিকচিক ,
দিনে রাতে চলে বিরহের মেলা ,
রৌদ্র আর ছায়ার মনের খেলা।
কখন মেঘের লুকোচুরি ঘুরে ঘুরে আসে ,
নেচে নেচে বেড়ায় মেঘ ,
শরতের আনন্দেই ভাসে ।
পথে শুধু চলে আনন্দের ধুম।
বাঁজিছে মায়ের আসার সুর ।
সবাই মেতে উঠেছে আনন্দে,
এসেছে পুজো সেই সানন্দে ।
দিঘি জল করে টলমল ,
পদ্ম ফুটিয়ে করছে জলে কলকল।
প্রজাপতি আর মৌমাছিদের বসেছে মেলা ,
ফুলের বাগানে সারি সারি তাড়া করছে খেলা ।
মানুষের মনে খুশির মেজাজে ,
এ ধরনী সেজেছে আজ নতুন রূপের মেলাতে।
হাসি খুশিতে ভরেছে প্রকৃতি ,
তাই সবে মিলে জয়ের রীতি।
আনন্দের ধারা বয়ে নিয়ে চলে পাখিদের ওই দল ,
মিলে মিশে একাকার হয়ে মাতন হারার ছল ।
আনন্দ এল পুজো এল , মাতবো সবাই মোরা
উৎসবের মাঝে মোদের ,
ঝরবে শুধু আনন্দের ধারা।