তুমি চলছো ওপার ঘিরে আমি এপারে,
তীর গুলো সব আলাদা হয়ে রয়েছে যে ঘিরে।
তোমার দেখানো পথেই চলা তোমার ঘরের দরজা ঠেলে,
তুমি ভাবছো আমি বড় আনন্দেই আছি।
সকাল থেকে মুখ ফিরিয়ে তাইতো আমায় রাখো না মনে,
তোমায় আমি জাগালে তবে আমায় সাড়া দাও।
নইলে একা কখনও তো আমায় বলো নাকো,
কই গো তুমি ভালো আছো তো?
আমি যখন ঘুমের থেকে সকালবেলা উঠে,
সবার আগে তোমার কোথা পরে মনে মুঠি মুঠি।
তাইতো আমি কাজের মধ্যে ডুবে থাকি,
তোমার নেশা এদিক-ওদিক ভাসিয়ে দিয়ে যে,
সারাদিনেও ভাবনা তো আমি কেমন আছি ওরে,
ওপারেতে থেকে তুমি ভাবো মোরে ভালোই আছি।
সকল সুখের বোঝা শুধু আমার মধ্যে ঘিরে আছে,
এই নিয়ে তুমি বারেবারে আমায় অনেক কিছু নিন্দা করে
অপমানের ঝুড়ি শুধু ঝোলাও আমার মনের মাঝে।
মানা তোমার নেইকো নাকি,
আমিও তো তোমার মতই থাকি।
সকাল থেকে রাত পর্যন্ত নিজেকে রুটিন করে কাজেই রাখি।
নাইকো আমি ভালো থাকি তোমারে ওপারে রেখে।
এই পাড়েতে সর্বসুখ তোমার কেন মনে আসে।
আমি জানি তুমিও যেমন কষ্টে থাকো মনের ঘরে,
তেমন আমি এপারেতে সকল ব্যথা লুকিয়ে রেখে।
তোমার মাঝে ছন্দ তুলে হাসাতে আমার পাঠায় যে ঢেউ।
বুঝতে তুমি পারো না কো তাতে আমার দোষ কি বলো,
সকালবেলা মাঝে যেমন রোদের হাসি ঝরে।
তেমন আমি ওপারেতে গিয়ে তোমার সকল কাজের মাঝে,
অনেক হাসির নিয়ে আসি নতুন কোথার সাজে।
তুমি যা ভাবো তাই ঠিক নয় গো আমি নয়কো খুশি।
এপার-ওপার দুপার ই আমরা সবই একই।
কে বলে গো ও পারেতে লুকিয়ে আছে সর্ব সুখ।
নইকো এটি সত্যি।
ভেবে দেখো তবে করে যাচাই এমন কথাটি।