দ্রুত ওঠানামা যুদ্ধজাহাজ ঘুরে ,
পেরিয়ে এলাম আমি অনেক নদীর কূলে।
দেখেছি জীবন  ক্রুদ্ধমানুষ কিভাবে পথ চলে ,
জীবন শব্দ খুঁজতে গেলে কোন বাধা মানে না ।
জীবন মানের অনেক শব্দ ,
একটির সঙ্গে অন্যটি যে মেলে না ।
কোথাও জীবন স্থির গতিতে ধীরে ধীরে চলে ,
কোথাও আবার অন্যের হাতে হাত রেখে,
নিজেকে খুঁজে মরে ।
স্তব্ধ পাথর হয়ে কখনো নিজেকে বাঁচিয়ে রাখে,
কোথাও আবার দুর্দান্ত হয়ে, সব বাধা কে সরিয়ে থাকে ।যখন আসে নতুন কিছু ,
আনন্দেতে দেখায় মাতোহারা টুকু ।
,কখনো আবার মলিনমুখে,
গোপন কথা লুকিয়ে চলে।
জীবন মানেই চলতে গিয়ে হোচট খেয়ে পড়া,
কখনো আবার নিজেকে না থামিয়ে সবটুকু সহজ করা ।কোথাও কখন কেউ ঝরে পড়লে,
তাকে স্মৃতি তে আঁকড়ে ধরে,
অনুকরণ করে কিছু শিক্ষা পেতে চাওয়া।
জন্ম থেকেই শুরু হয়ে যায় জীবনের খোঁজ ,
চলতে চলতে হাজির হয় অনেক জীবনের বোঝ।
কখনো হাসি ,কখনো কান্না, ধীর গতির সাথে ,
নামা ওঠার মাঝে অনেক শিক্ষা দেয়, অনেক চালে । থামতে গিয়ে থামবে না কো , স্তির বেলার গতি,
যতই আসুক ঝড় ,বদলাবে না কক্ষনো মনের জ্যোতি ।জীবন যদি যুদ্ধ করে জয়ী হতে চায়,
তবে কখনো হারতে শিখি ও না তারে ভাই।
আমার জীবন, তোমার জীবন, সবার জীবন মাঝে ,গতিবিধি লক্ষ্য রেখে পথ চালাও সঠিক কাজে।
জীবন মানে ধ্বংস নয়তো, সৃষ্টি করতে পারে,
জীবনের মূল্য তাই কখনো ,হারিও না অতি সহজে।