ভোরের রাতে চলেছিলাম পথের মধ্য দিয়ে,। দেখতেছিলাম সারি সারি প্রকৃতির বৃক্ষ দের।
হঠাৎ পায়ে পাথর লেগে, হোঁচট খয়ে পরি,
অমনি কে যেন আমার হাত ধরে টানি,
রক্ষা করলো আমায় পড়তে দিল না ,
পেছন ফিরে চেয়ে দেখি ,
চেনা ব্যাক্তি কেউ নয় সে যে অচেনা।
ধীরে ধীরে সোজা হয়ে উঠে দাঁড়িয়ে,
তাহার হাতে হাত রেখে ধন্যবাদ দিলাম তাকে ঘিরে ।পথে আমি একাই ছিলাম, কেউ ছিলনা সাথে ,
সঙ্গে অচেনারে পেয়ে খুশি হলাম যে ।
,আমায় নিয়ে চলতে চলতে ,
অনেক কথা বলতে থাকে ।
হাতের মধ্যে হাত রেখে ঘসতে থাকে আপন-মনে।
সূর্যের আলো পড়ার আগেই,
প্রবেশ করেছি যেই মোড়ের আগে ,
অমনি আমায় বলল ,এবার যাচ্ছি আমার পথে ,
তোমার পথে তুমি চলো সততারে সাথে নিয়ে  ,সময়কেসঙ্গে রেখেসঠিক মাপ ঝোপ করে।
বলেই কোথায় মিলিয়ে গেল দেখতে পেলাম না ,
এদিক ওদিক ঘুরে দেখি ,
তবুও তার দেখা পাওয়া গেল না। ।
হঠাৎ দেখার সময় টুকু এমন স্মৃতি গেল ফেলি ,
ভুলতে চাইলেও কখনো ভোলা যায়না ।
বাড়ি ফিরে অমনি আমি দরজা খুলে দেখি ,
,ঘরের মধ্যে ফুলের রাশি,
পড়ে আছে এদিক ওদিক
,একছুট্টে ভেতরে গিয়ে যেই নিয়েছি ফুলকে তুলে,
অমনি দেখি মুঠো হয়ে পড়ছে অনেক টাকা তোরে। অবাক চোখে তাকিয়ে ভাবি কেমন করে এসব হলো, তখন আমি ভেবে ভেবে চোখের জল কে,
দাঁড় করাতেও নাহি পারি।
উত্তরটা খুজে পেলাম অবশেষে আমি।
যিনি আমার হাতে হাত রেখে ছিলেন ,
সে আর কেউ নয় তো আমার রক্ষা গুরু ,
আমার শ্রেষ্ঠ, আমার স্রষ্টা,
তিনি আমার সব ,
তাইতো আমায় না চিনিয়ে ,
উপদেশ দিয়ে চুপি চুপি গেলেন চলে।