2শরা অক্টোবর তুমি মায়ের কোলে এসে,
জগৎ জোড়া নাম নিয়ে পৃথিবিকে জাগালে ।
সাদা চামড়ার দলের শাসন প্রতিরোধের তরে,
উঠলে তুমি জ্যোতির্ময় হয়ে সবার সম্মুখে ।
দেশের স্বাধীন আনার তরে এদিক ওদিক ঘুরে,
মানুষ সকলকে এক করে বোঝালে স্বাধীনতার মানে।
হিংসা তুমি চাও না বলে,
আবেদন করলে দেশ থেকে,
ইংরেজদের ভালোভাবে চলে যেতে ,
তাতেও কাজ না হলে পরে আন্দোলনের শপথ নিলে ।সত্যাগ্রহ আন্দোলনের পথ ধরে সব মানুষের সঙ্গে নিলে ,দেশের মধ্যে স্বদেশের জিনিস বানিয়ে ।
বিদেশের সব দ্রব্য তুমি বর্জন করালে ,
পায়ে হেঁটে বহু পথ অতিক্রম করলে।
লবণ সত্যাগ্রহ আইনে ডান্ডি অভিযান চালালে ,
বহু মানুষকে নিয়ে গড়লে দেশে খাদ্য লবণ।
ভারতছাড়ো আন্দোলনের দাবি তুলে রাজ্যে ,
ইংরেজদের বিরুদ্ধে মিছিল নিয়ে ঘুরলে অনেক পথ।
তুমি ছিলে সত্যবাদি এমন জ্যোতির্ময়ী,
জাগিয়ে দিয়ে মানুষকে শেখালে অনেক কিছু ।
যত্নবান এর সাথে তুমি দেখাতে সকল পথ,
অশ্রদ্ধার পথে তুমি যাও না তো কখনো ।
সত্য পথে চলি তুমি জাগাতে মন বলও ,
তুমি জানিয়েছিলে এই জগতে কেউ নয়কো ছোট।
সবার মধ্যে ভাগ করে সব দেশে চলতে হয়তো,
তোমার শুভ জন্মদিনে রইলো অনেক শ্রদ্ধা যে ।
তোমার আগমনে মোরা হয়েছি কৃতার্থ ,
তাইতো বলি চিরকালই ।
তুমি থাকো মনের মাঝে,
অমর হয়ে ,রয় তুমি জাগাও মোদের নতুন আলো।
তোমার পথের দিশা দেখে চলতে যেন পারি ,
তুমি আবার ফিরে এসো ।
নতুন আলো নিয়ে এই পৃথিবীতে ,
মনে শুধু এই কামনা করি ।