ওরে ওরে রামগোপাল যাচ্ছো কোথায় তুমি,
তোমার হাতে কোদাল আর গামছা খানি কই?
রাম দাকে সঙ্গে না নিয়ে চললে কোথায় তুমি,
না ,না পল্লীগ্রামের ভূপাল দাসের বাড়ি কাছেতে।
যাত্রা হবে শুনতে যাচ্ছি আজ রাত্রিতে।
সঙ্গে আজ নেব নাকো কাউকে রে আর সাথে,
দাদা আজ রেগে আছে জানলে ক্ষতি হবে।
তাইতো কাউকে না জানিয়ে চলছি লুকিয়ে!
ও রামগোপাল যাব নাকি তোমার সাথেতে।
কাউকে বলবো নাকো আমি বেরিয়ে যাব চুপিসারেতে!
আরে দাদা একটু থাম নাওনা মোরে সাথে।
দু জনেতে গান গাইতে গাইতে যাব পল্লী গ্রামেতে ।
নারে বাবা দেরি হচ্ছে চললাম এবার আমি!
তোমায় সাথে নিতে পারবো নাকো এইটুকু জানিয়ে রাখি।
নিজের ছন্দে একাই ভালো কাউকে জড়িও না,
বাঁধলে দড়ি কাটতে তবে দেরি হবে না।
ছোট্ট ছন্দে থাকাই ভালো না চাই বড় ছন্দ।
একলা পথে চলাই ভাল মনে রেখে ছোট দ্বন্দ্ব।