আমি দেখি ছন্দ ভরা পুকুর নদী জল,
প্রকৃতির আনন্দেতে করছে কোলাহল।
চন্দনের ওই সুবাস আজ পাচ্ছি বাতাসেতে,
ফুলগুলো সব ছন্দেতেগো উঠছে মেতে মেতে।
পাতার ওপর বৃষ্টিফোঁটা নেচে বেরোচ্ছে,
মাটির মধ্যে পড়ে থাকা ফুলটিও হাসছে।
বাগানের ওই ঘাসের দল আনন্দেতে মাথা নাড়ে,
মালি তাদের ছিঁড়তে যাতে বাগানে আসতে নাহি পারে।
পথের ধারে গাছ গুলো সব আত্মহারা হয়ে,
বৃষ্টির সাথে মিশে গিয়ে মাথা দুলাচ্ছে।
প্রাচীর ধারে পতঙ্গদের মনের মধ্যে খুশি,
লাফিয়ে বেড়ায় এদিক ওদিক পাতায় মেরে উঁকিঝুঁকি।
আমি দেখি ছোট্ট সোনা বাড়ির ভেতর থেকে,
বলতে থাকে স্কুল হবে না আজ রেনি ডে তে।
সবাই মাতে একসাথে প্রকৃতি ও ছোট খুশি,
তাই দেখে মন আত্মহারা হয়ে করছে লুটোপুটি।