"ভারত আমার ভারতবর্ষ
স্বদেশ আমার স্বপ্ন গো
তোমাতে আমরা লহিয়া জনম
ধন্য হয়েছে ধন্য গো"
এমনি আবেগের শব্দ সম্ভার,
এই দেশ, আমার দেশ,
গর্বিত আমরা ভারতবাসী,
নেই কোনো দুঃখ, ক্লেশ,
তবু এতো নিষ্ঠুর সত্যি,
দীন, দরিদ্র মানুষ কাঁদছে
তবে কি করে আমরা সুখী?
মরছে কত প্রাণ অনাহারে,
কার আছে সময়?
একটু পাশে দাঁড়াবে?
স্বাধীনতা যাঁরা দিয়ে গেছে, আমাদের
বিশ্বের আসনে প্রতিষ্ঠা করে গেছে
তাঁদের আত্মসম্মান, কি রইলো তবে?
পারি না আমরা ?
দারিদ্র্য নির্মূল করতে?
অবহেলিত মানুষের মুখে,
দুই গ্রাস তুলে দিতে?
আজ সবাই মিলে
চলো পণ করি,
যেদিন সকল দেশবাসী সচ্ছল হবে,
থাকবে না কেউ অনাহারে,
সেদিনই জাতীয় পতাকা
আবার উড়বে
সমগ্র দেশবাসী
জয়হিন্দ বলবে .