শুরু করেছি যখন যাত্রা,
পথ ছিল মসৃন।
হাসতে হাসতে, খেলতে খেলতে,
এগিয়ে যাচ্ছিলাম আনন্দে।
হঠাৎ পায়ের তলায়,
কাঁটা কিছু গেলো বিঁধে।
বেদনা, যণ্ত্রণা কাকে বলে,
বুঝলাম আমি আঘাত পেয়ে,
বুঝলাম এগিয়ে চলা সহজ নয়,
দুর্গম পথে কে জানে আরো কি আছে?
পথের বন্ধু সবাই,
চোখের অশ্রু দিলো মুছিয়ে,
এগিয়ে যাবার সাহস দিলো,
আমি উঠলাম দাঁড়িয়ে।
আবার শুরু করলাম যাত্রা,
বুঝেছিলাম আমি,
যতই আসুক বাধা বিপত্তি,
এগিয়ে আমায় যেতেই হবে।
মনের কোলে ছিল কিছু স্বপ্ন,
চলতে লাগলাম আমি,
সেই স্বপ্নকে আলিঙ্গন করে।
চলছি আমি,
জানি না কতদূর,
প্রাণ আছে, জীবন আছে,
শুধু সেই আনন্দ হারিয়ে গেছে.