মাঝে মাঝে একাকিত্ব
গ্রাস করে মনকে
শুধু শূণ্যতা আর শুণ্যতা
দেখি চারিদিকে
একদিন ধান ক্ষেত
পূর্ণ ছিল ফসলে
আজ শুধু আছে
কিছু আশা এই আঁচলে
নিঃসঙ্গ তবু একা নয়
আছে অনেক আশীর্বাদ
তাও মন ডুকরে কাঁদে
ভালবাসা হয়েছে যে অভিশাপ
কোথায় ভুল হয়ে গেল
ভেবে হই আকুল
ছোট্ট আপন ছেলের
কথা ভেবে মন ব্যাকুল
নিষ্পাপ মন তার
বোঝে না জীবনের মানে
পিতার অভাবে সে কি
কাঁদে গোপনে?
আমি যে লড়াই করছি
জোয়ারের সাথে
পিতা মাতা উভয়ই
আমায় হতে হবে
কতদিন জানি না
চলবে এই সংগ্রাম
শক্তি দাও আমায়
তুমি হে ভগবান